আদমদিঘী উপজেলাপ্রধান খবর

সান্তাহারে ট্রেনে কেটে একজনের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে জামিল উদ্দিন সরদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে আদমদীঘির উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত জামিল নওগাঁর খলিশাকুড়ি গ্রামের নবীর উদ্দিন সরদারের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার এসআই প্রদীপ কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, জামিল উদ্দিন সরদার মানসিক ভারসাম্যহীন। তিনি বাড়ি থেকে বেড়িয়ে এসে সান্তাহার ইউপির জাহানাবাজ এলাকায় রেললাইনে ঘোরাফেরা করছিলো। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ওই স্থানে পৌঁছলে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এসআই প্রদীপ কুমার বর্মণ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ একটি ইউডি (অপমৃত্যু) মামলা করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button