বিএনপিরাজনীতিসারাদেশ

জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত: বিএনপি নেতা

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন, প্রতিটি পাড়ায়-পাড়ায় কিছু হুজুর আসে, আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয় তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই। জনগণের সঙ্গে প্রতারণা করেন নাই। দেশের মাটির সঙ্গে প্রতারণা করেন নাই।’

ভিডিও বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কামরুল হুদা এক নিউজ পোর্টালকে জানান, ‘জিয়াউর রহমান মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে বলেছি। এটা কি আমি ভুল বলেছি?।’

এই বিভাগের অন্য খবর

Back to top button