বগুড়ায় তালগাছের ডাল কাটতে গিয়ে তারে ঝুলছিল বৃদ্ধ আরফান
বগুড়ার আদমদীঘিতে তাল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরফান আলী (৬৫) নামের এক গাছির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কদমা গ্রামের মাটির সড়কে দুর্ঘটনাটি ঘটে। এর প্রায় দুই ঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃত আরফার নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের মৃত ওমিদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলফান আলী পেশায় গাছিয়া। তিনি তালগাছের ডাল কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও উপজেলার কদমা গ্রামের মাটির সড়কে ওই গ্রামেরই অছির উদ্দিন নামে এক ব্যক্তির ডাকে তার বাড়ির সামনের তালগাছের ডাল কাটতে আসেন। এরপর তিনি তালগাছে উঠে কোমড়ে রশি বেঁধে ডালকাটার কাজ করছিলেন।
এসময় পল্লী বিদ্যুতের খোলা (মেইন) তারে একটি ডাল পড়ে যাওয়ায় গাছিয়া আরফান আলীর হাতে বিদ্যুৎস্পর্শ হয়। গ্রামবাসীর খবরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিস থেকে সংযোগ বিচ্ছিন্ন করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রায় দুই ঘন্টা পর আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ নামিয়ে ফেলেন। পরে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ইউডি মামলার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।