নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বারান্দায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রী‌র রক্তাক্ত লাশ

বগুড়ার নন্দীগ্রামে বাড়িতে ঢু‌কে রওশন আরা (৫৫) না‌মের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘ‌টে‌ছে।

শনিবার সকালে প্রতিবেশীরা খবরে রওশর আরার লাশ উদ্ধার করে পু‌লি‌শ। এর আগে শুক্রবার রাতের কোনো এক সময় উপ‌জেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের ওই বাড়িতে ঢু‌কে দুর্বৃত্তরা এঘটনা ঘটি‌য়ে পা‌লি‌য়ে যায়।

রওশন আরা ওই গ্রা‌মের মাল‌য়ে‌শিয়া প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।

এ বিষ‌য়ে স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, নিহ‌তের স্বামী মাল‌য়ে‌শিয়া থা‌কেন। তার দুই ছে‌লে মে‌য়ের ম‌ধ্যে ছে‌লে চাকরি সুবা‌দে ঢাকায় বসবাস করেন। মেয়ের শ্বশুরবাড়িতে বসবাস করেন। যেকার‌ণে রওশন আরা একাই ওই বা‌ড়ি‌তে বসবাস করতেন।

ইউপি সদস্য জানান, শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে রওশন আরার রক্তাক্ত লাশ বারান্দায় পড়ে থাক‌তে দে‌খেন। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয় আরো লোকজন ঘটনাস্থ‌লে যান। তি‌নিও যান সেখা‌নে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে নন্দীগ্রাম থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে নিহ‌তের ঘরের মালামাল তছনছ করা অবস্থায় দেখ‌তে পাওয়া গে‌ছে। ত‌বে চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল,মোবাইল ফোন স্বর্নের গহনা কোন কিছুই খোয়া যায়নি। ধারনা করা হচ্ছে ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, ওই নারীর মাথা, মুখ ও শরীর বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। হত‌্যার কারণ এবং ঘটনা‌র সা‌থে জড়িত এমন তথ‌্য এখনও জানা যায়‌নি। ত‌বে জড়িতদের সনাক্তের কাজ চলছে। লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button