প্রধান খবরবগুড়া জেলা

বগুড়া ডিসি অফিসে আগুন, যা জানা গেলো


বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে কার্যালয়ের পশ্চিম পাশের নিচতলার বারান্দায় আগুন লাগে।

বগুড়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিসি অফিসের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিচ তলায় পুরোনো ফাইল ও কাগজপত্রে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আমাদের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে।


মঞ্জিল হক বলেন, অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হয়নি। এ ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, নিচতলার বারান্দায় মোবাইল কোর্টের কিছু কাগজপত্র ছিল। সেখানে আগুন লেগেছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button