আওয়ামী লীগপ্রধান খবররাজনীতি
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, চেলোপাড়া কালী মন্দিরের পাশের দোকানে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় ওখানে পুলিশ গিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আছে বলে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্টভাবে মামলার তালিকায় তার নাম না থাকলেও অজ্ঞাত নামের তালিকায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।