দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অস্ত্রসহ কালাম ও তার বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

বগুড়ার দুপচাঁচিয়ায় কালাম বাহিনীর প্রধান আবু কালাম আজাদ ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


এসময় তাদের বাড়িতে তল্লাসী করে একটি দেশীয় তৈরী পিস্তলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন, গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি তালুচ পশ্চিমপাড়া গ্রামের জমির প্রামানিকের ছেলে আবু কালাম আজাদ(৫৫), তার ভাই আব্দুর রহিম(৪১), তার সহযোগী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন আলী(৪২) ও মৃত কফিল উদ্দিনের ছেলে বাবলু(৫০)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কালাম বাহিনীর প্রধান সহ অপর তিন সহযোগীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, ৬টি চাপাতি, ৩টি হাসুয়া, ৯টি দা, ২টি বল্লম, ১১টি দেশীয় চাকু ও নগদ ৭লাখ ৭০হাজার টাকা সহ মাদকের কিছু আলামত উদ্ধার করে জব্দ করে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে দুপচাঁচিয়া থানার ও‌সি ফরিদুল ইসলাম ব‌লেন, কালামের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আসামীদের আদালতে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button