সারাদেশ

মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কেন্দ্রের বিপরীত পাশে মোটরসাইকেলের গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button