প্রধান খবরবগুড়া জেলারাজনীতি

বগুড়ায় যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার

বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় এক অভিযানে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আলহাজ শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পরপর আত্মগোপনে চলে যান তিনি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুরস্থ বাড়িতে অভিযান পরিচালনা করে আলহাজ শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button