বগুড়ায় নিজ দোকানে হামলার শিকার সাবেক কাউন্সিলর
বগুড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মো. হারুনুর রশীদ সাজু (৫০) গুরুতর আহত হয়েছেন। পুলিশের ধারণা, দোকানের মাল চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন তিনি।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে সদর উপজেলার নিশিন্দারা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হারুনুর রশিদ সাজু ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ছাড়া বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সভাপতি তিনি। রাজনীতির পাশাপাশি সাজু নিজ বাসভবনের নিচে অটোরিকশার ব্যাটারির ব্যবসা করেন। এই দোকানেই আজ ভোরে হামলার শিকার হন সাজু।
বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়ির নিচে দোকানে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাজু। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সকাল ৫টা ১৫ মিনিটে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করেন।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানাধীন উপশহর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন জানান, হামলার স্থল ওই দোকানে বেশ কিছু ব্যাটারি খোয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে কেউ বা কারা দোকানে চুরির চেষ্টা করছিল। সেটি টের পেয়ে হারুনুর রশিদ সাজু দোকানে গেলে চোরের দলটির সামনে পড়ে যায়। ওই অবস্থায় তার ওপর হামলা করে চোরেরা পালিয়ে যায়। আমরা সিসি ফুটেজে কিছু তথ্য প্রমান পেয়েছি।
জালাল উদ্দিন বলেন, দুবৃর্ত্তরা তাকে পাইপ, রড দিয়ে গুরুতর জখম করেছে। তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। আহত ব্যক্তি কিছুটা সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দীন বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ খবর পাওয়ার পর থেকে তদন্ত করছে।