খেলাধুলাফুটবল

নতুন বছরে মাঠে নেমেই রোনালদোর গোল, জিতল আল নাসর

সৌদি প্রো লিগে দলের পারফরম্যান্স আহামরি না হলেও, ক্রিস্তিয়ানো রোনালদো গোলের ধারাতেই আছেন। নতুন বছরে প্রথম মাঠে নেমেও জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। সেই সঙ্গে সাদিও মানের গোলে তাদের দল আল- নাসর পেল জয়ের স্বাদ।

রিয়াদের আল-আওয়াল পার্কে আল-ওখদুদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৩-১ গোলে জিতেছে আল- নাসর। বৃহস্পতিবার রাতে এই লিগ ম্যাচে রোনালদোর পেনাল্টি গোলের আগে-পরে দুবার জালে বল পাঠান মানে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কাছ থেকে স্যাভিয়র গাডউইন করা গোলে এগিয়ে যায় আল-ওখদুদ।

পাল্টা জবাব দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ২৯তম মিনিটে সতীর্থের একটি হেড প্রতিহত হওয়ার পর, ফিরতি প্রচেষ্টায় সমতা টানেন মানে।

৪২তম মিনিটে দলের দ্বিতীয় গোলেও জড়িয়ে মানের নাম। প্রতিপক্ষের বক্সে তিনি ফাউলের শিকার হলেই পেনাল্টি পায় আল- নাসর। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো।

লিগে টানা চার ম্যাচে গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে আগে থেকেই গোলের রেকর্ড তার দখলে; ক্যারিয়ারে তার মোট গোল হলো ৯১৭টি।

চাপ ধরে রাখলেও ফল নিয়ে অনিশ্চয়তা কাটাতে পারছিল না আল- নাস্র। অবশেষে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে হেডে দলকে জয়ের পথে এগিয়ে নেন মানে। এবারের লিগে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের এটা পঞ্চম গোল।

এই জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে আল- নাসর।

১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল-হিলাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button