আগের দিন অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। বহুল আকাঙ্ক্ষিত এল ক্লাসিকো দেখার আশায় পরের দিন রিয়াল মাদ্রিদের জয়ও কামনা করছিলেন ভক্তরা। তাদের হতাশ করেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদ ক্লাব।
ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হওয়ার পর জুড বেলিংহ্যাম গোলমুখ খোলেন। নিচু শটে জাল কাঁপান ইংলিশ মিডফিল্ডার। মায়োর্কা ডিফেন্ডার মার্তিন ভালজেন্ত স্টপেজ টাইমে আত্মঘাতী গোল করলে ব্যবধান বাড়ে। তারপর রদ্রিগো করেন শেষ গোল।
রেকর্ড ছোঁয়া ১৪তম সুপারকাপ জিততে মাদ্রিদ ক্লাব রবিবার বার্সেলোনার বিপক্ষে খেলবে। এনিয়ে টানা তৃতীয়বার এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আনচেলত্তির দল গত বছর এই শিরোপা জিতেছিল, তার আগে ২০২৩ সালে রেকর্ড ১৪তম ট্রফি হাতে নেয় বার্সা।
গতবারের কোপা দেল রে ফাইনালিস্ট মায়োর্কা বেশ ভালোভাবে প্রথমার্ধে নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছিল। লুকাস ভাসকেস ও বেলিংহ্যামের প্রচেষ্টা ব্যর্থ করে দেন তাদের কিপার ডোমিনিক গ্রেইফ।
অবশেষে দলগত প্রচেষ্টায় ৬৩তম মিনিটে স্লোভাকিয়ান কিপারকে পরাস্ত করতে পারেন বেলিংহ্যাম। রদ্রিগোর হেড পোস্টে লেগে ফিরে এলে কিলিয়ান এমবাপ্পের শট ফিরিয়ে দেন গ্রেইফ। তারপর আর বেলিংহ্যামকে ঠেকাতে পারেননি তিনি।
রিয়াল তাদের লিড বাড়াতে আক্রমণের ধার বাড়ালেও ব্যর্থ হয়েছে। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে ভালজেন্ত মাদ্রিদের বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের শট নিজেদের জালে জড়িয়ে দেন।
তিন মিনিট পর রদ্রিগো স্কোর ৩-০ করেন। ভাসকেসের ক্রসে বক্সের মধ্যে থেকে গোল করে ২৪তম জন্মদিন উদযাপন করেন স্প্যানিশ তারকা।