বগুড়ায় ভটভটির ধাক্কায় রাকাব কর্মকর্তা নিহত

বগুড়ায় মোটরসাইকেলে করে অফিসে আসার পথে ভটভটির ধাক্কায় মিজানুর রহমান (৩৭) নামে ব্যাংকের এক সুপারভাইজার নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে নন্দীগ্রামের দেওগ্রাম বুশকুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মিজানুর রহমান নন্দীগ্রামের দারিয়াপুর গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কাহালু উপজেলার নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন।
রাকাবের দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজকে অফিসে আসার পথে মিজানুর রহমান নামে আমাদের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এতে রাকাব পরিবার শোকাহত।
নিহতের ভাই আবু হানিফ জানান, সকালে মিজানুর রহমান মোটরসাইকেলে চড়ে কাহালু নিজের অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে বুশকুর বাজারে ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভটভটির ধাক্কায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।