আন্তর্জাতিক খবরপ্রধান খবর

বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান

প্রতিবেশির সাথে বিদ্বেষ কারো জন্যই ভালো কিছু বয়ে আনে না উল্লেখ করে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেনারেল দ্বিবেদি। বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে কোনো সমস্যা নেই। সতর্ক করে বলেছেন, যেকোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর হবে। নির্বাচিত সরকারের সাথেই কেবল রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। 

দ্বিবেদি বলেছেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত ছিলো। এমনকি গত নভেম্বরেও ভিডিও কনফারেন্সে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সাথে কথা হয়েছে। ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেনারেল ওয়াকারের একটি বক্তব্য মনে করিয়ে দেন দ্বিবেদি। 

তিনি বলেন, সেনাপ্রধান ওয়াকার যেমন বলেছেন কৌশলগতভাবে ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ; ঠিক তেমনি বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button