
রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে সুপারকোপা দে এস্পানার শিরোপা ঘরে তুলে নিয়েছে বার্সেলোনা।এ নিয়ে রেকর্ড ১৫তম স্প্যানিশ সুপার কাপ জিতল কাতালানরা।
রোববার দিবাগত রাত ১টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের মঞ্চে মুখোমুখি হয় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। তাই যেকোনো মূল্যে ট্রফি জয় করে আড়াই মাস আগের ক্ষতে প্রলেপ দিতে চেয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে রীতিমতো বিধ্বস্ত হলো তারা।
ফুটবলের জগতে এই দুটি ক্লাবের গৌরব, ঐতিহ্য ও প্রতিদ্বন্দ্বিতার এক অবিচ্ছেদ্য অধ্যায়।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুটি দল।
ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। আর একটি করে গোল করেন রবার্ট লেভান্ডফস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে।
বিপরীতে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েস একটি করে গোলে ব্যবধান কমান।
রিয়ালকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা জয় নিজেদের ধরে তুলে নিল বার্সা।