জাতীয়প্রধান খবর

সচিবালয়ে ৬২৪ সিসি ক্যামেরার মধ্যে ৪৯৪টিই অচল

সচিবালয়ে ৬২৪ সিসি ক্যামেরা বসানো থাকলেও এরমধ্যে ৪৯৪টি ক্যামেরা পুরোপুরি অচল। ৯৫টি অর্ধ-বিকল। পুরোপুরিভাবে সচল রয়েছে মাত্র ৩৫টি ক্যামেরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, সচিবালয়ের তিন ফটকে থাকা চারটি ব্যাগেজ স্ক্যানারই নষ্ট! এ ছাড়া ছয়টি আর্চওয়ের কোনোটিই কাজ করে না।

এসব তথ্য প্রতিবেদনে তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা বরাদ্দ চেয়েছে জননিরাপত্তা বিভাগ। তবে এখনও অর্থ ছাড় করা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button