জাতীয়প্রধান খবর
সচিবালয়ে ৬২৪ সিসি ক্যামেরার মধ্যে ৪৯৪টিই অচল

সচিবালয়ে ৬২৪ সিসি ক্যামেরা বসানো থাকলেও এরমধ্যে ৪৯৪টি ক্যামেরা পুরোপুরি অচল। ৯৫টি অর্ধ-বিকল। পুরোপুরিভাবে সচল রয়েছে মাত্র ৩৫টি ক্যামেরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, সচিবালয়ের তিন ফটকে থাকা চারটি ব্যাগেজ স্ক্যানারই নষ্ট! এ ছাড়া ছয়টি আর্চওয়ের কোনোটিই কাজ করে না।
এসব তথ্য প্রতিবেদনে তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা বরাদ্দ চেয়েছে জননিরাপত্তা বিভাগ। তবে এখনও অর্থ ছাড় করা হয়নি।