প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নিহত


বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরের তিনমাথা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতের বয়স আনুমানিক বয়স ৭০ থেকে ৭৫ বছর বলে জানিয়েছেন বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।


তিনি জানান, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস শহরের তিনমাথা এলাকায় এলে কাটা পড়েন অজ্ঞাতনামা এক বৃদ্ধ। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মুখে সাদা দাড়ি রয়েছে এবং পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জির উপরের জ্যাকেট ছিল।


এসআই শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button