প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি (আনুমানিক ৬৫ বছর) নিহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুরের উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ কর কমিশনের সামনে রোড রিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।

মরদেহের ওপর দিয়ে অন্যান্য গাড়ি যাওয়ার কারণে মরদেহ পিষ্ট হয়ে গেছে। মরদেহ দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় নেই।

পুলিশ জানায়, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button