সারাদেশ

হাইকোর্ট এলাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

রাজধানীর হাইকোর্ট এলাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থীসহ সাতজন আহত হওয়ার খবর মিলেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম নেবুলা (২২), জাহিদুল ইসলাম রিয়াদ (২২), নর্দান বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রথম বর্ষের মারুফ হোসেন (২০), ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৈয়ব ইসলাম (২৪), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ইভান তাহসিব (২৩), ইডেন কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া খাতুন (২৪) এবং পথচারী মো. বাবুল (৪৮)।

আহত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুধবার (১৫ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা সংক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে হাইকোর্টের সামনে দিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছিলেন। ওই সময় হাইকোর্ট এলাকায় পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান নিক্ষেপ করলে তারা আহত হয়।

পুলিশ আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনার তথ্য নিশ্চিত করে জানায়, হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানায় পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button