বিয়ের পিঁড়িতে বসলেন বগুড়ার কণ্ঠশিল্পী স্বর্গ্য
বিয়ে করেছেন বগুড়ার কণ্ঠশিল্পী স্বর্গ্য তৌহিদ। দীর্ঘদিনের চেনাজানার সম্পর্ক থেকে দাম্পত্য জীবনে রূপ দিয়েছেন তারা।
গতকাল বুধবার বগুড়াতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এই খবর স্বর্গ্য তৌহিদ নিজেই নিশ্চিত করেছেন।
ছেলে হাসিব আল মারুফ। তিনি ঢাকার খিলক্ষেতের বাসিন্দা। চাকরি করছেন মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে।
স্বর্গ্য তৌহিদ জানিয়েছেন, হাসিব আল মারুফের সঙ্গে প্রায় ৮ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। পরে দু পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির রিয়েলিটি শো ‘ইয়াং স্টার–এ সেরা ছয়ে জায়গা করে সারাদেশে পরিচিতি পান স্বর্গ্য তৌহিদ। তবে গানের সঙ্গে তার সম্পর্ক একেবারে ছোটবেলা থেকে।
স্বর্গ্য তৌহিদের জন্ম বগুড়ার গাবতলী উপজেলায়, দাদাবাড়িতে। শৈশব কেটেছে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা। বাবা তৌহিদুল ইসলাম পেশায় শিক্ষক। তবে একসময় তিনি সংগীতশিক্ষক ছিলেন। বগুড়ার গাবতলীতে নব্বই দশকের শেষে ‘সপ্তরং’ নামে সংগীতের একটি বিদ্যালয়ও খুলেছিলেন। শিশু-কিশোরদের গান শেখাতেন। মা সুলতানা ইসলামেরও গানের প্রতি অনুরাগ ছিল। গাবতলীর মঞ্চে নানা অনুষ্ঠানে স্বর্গ্যর মা-বাবা দ্বৈতকণ্ঠে গান করতেন।
স্বর্গ্য তৌহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা সমানতালে চালিয়ে গেছেন। ছায়ানট থেকে নজরুলসংগীতে প্রবেশ (চার বছর) ডিগ্রি নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদে ২০২০-২১ সালে গানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।