খেলাধুলাফুটবল

রিয়ালের দুর্দান্ত জয়ে নিশ্চিত হলো শেষ আট

ইউরোপিয়ান ফুটবলে পাঁচ গোল দেওয়ার ট্রেন্ড শুরু হলো? বার্সেলোনা তাদের সর্বশেষ দুই ম্যাচে প্রতিপক্ষকে পাঁচটি করে গোল দিয়েছে, যার মাঝে আছে রিয়াল মাদ্রিদও। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের দেখাদেখি রিয়ালও পাঁচ গোলের উৎসবে মাতল। লা লিগায় তারা সেল্টা ভিগোকে হারিয়েছে ৫-২ ব্যবধানে। জোড়া গোল করেছেন তরুণ ব্রাজিল তারকা এনদ্রিক।

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ছিল অনেকটা নিষ্প্রাণ। আস্তে আস্তে জমে ওঠে খেলা। একের পর এক আক্রমণ শুরু করে রিয়াল মাদ্রিদ। ৩৭তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে দিয়াসের দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র।

৫৭তম মিনিটে খুব কাছ থেকে হেডে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ৮৩ মিনিটে একটি গোল পরিশোধ করেন পাবলো দুরান। যোগ করা সময়ের প্রথম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের ১০৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিল তারকা এনদ্রিক।

চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভের্দে। ১১৯তম মিনিটে দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটি করেন এন্দ্রিক। রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার চতুর্থ গোল। রিয়ালের ৫ম খেলোয়াড় হিসেবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করার কীর্তি গড়লেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button