দুপচাঁচিয়া হাটসাজাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর দক্ষিনপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে পূর্ব আলোহালী ফুটবল একাদশ ৩-১ গোলে পাঁচপীর মাজার এসপি জুনিয়র কাবকে পরাজিত করে বিজয়ী হয়।
শনিবার (১৮জানুয়ারি) বিকেলে এই ফাইনাল খেলা অনুষ্ঠিতি হয়। খেলা পরিচালনা করেন লিটন আহমেদ। তাকে সহযোগীতা করেন মাহমুদুল হক শিপন ও এমকে আলম। ধারাভাষ্য প্রদান করেন শ্রাবণ আহমেদ মজনু।
এর আগে এক উদ্বোধনী সভার আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য ওবাইদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ আলী, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশতাক, জান্নাতুল ফেরদৌস, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক সাখিদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য আশরাফুল আলম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব ,উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, খেলা কমিটি সদস্য এহসান হাবীব, মারুফ হাসান, রাকিব রায়হান, আব্দুল আলিমসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ফুটবল প্রেমিকেরা ।