প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির নিহতের খবর পাওয়া গেছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময় শহরের ওয়াবদা গেট এলাকায় এ ঘটনা ঘটে।


বগুড়া রেলওয়ে স্টেশনের রেল সুপারিন্টেন্ডেন্ট সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আজিজুল হক কলেজের পাশে ওয়াবদা গেট এলাকায় একজন মানুষ ট্রেনে কাটা পড়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কয়েকটি ট্রেন বগুড়া স্টেশন অতিক্রম করেছে। এর মধ্যে সর্বশেষ রংপুর এক্সপ্রেস লালমনিরহাটের দিকে যায়। কিন্তু এসব ট্রেনের মধ্যে কোনটিতে ওই ব্যক্তি কাটা পড়েছে তা নিশ্চিত নই আমরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
নিহতের নাম-পরিচয় কিছু জানা যায়নি।

পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে বলে জানিয়েছেন এই রেল কর্মকর্তা।

এই বিভাগের অন্য খবর

Back to top button