‘ভারতকে শায়েস্তা করতে ১০ অথবা ২০ ট্রাক অস্ত্র যাই লাগুক আনবো’
শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী ওয়াজ মাহফিলে বলেছেন, নেত্রকোনার কৃতি সন্তান লুৎফরুজ্জামান বাবর মুক্তি পেয়েছেন, যা ভারতের জন্য এক দুঃসংবাদ। এ সময় শিশু বক্তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ আরো অনেকে।
বাবরকে নেত্রকোনার লৌহমানব উপাধি দিয়ে তিনি ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “দশ ট্রাক অথবা বিশ ট্রাক (অস্ত্র) যাই লাগুক, ইনশাল্লাহ, আমরা আনবো, ভারতকে শায়েস্তা করার জন্য। হিন্দুত্ববাদীরা দেশ দখল করবে, এমনটা হতে দেওয়া যাবে না।”
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক ওয়াজ মাহফিলে তিনি এমন হুমকি দিয়েছেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রফিকুল ইসলাম মাদানীর পাশে বসা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ আরো অনেকে।
রফিকুল ইসলাম মাদানী আরও বলেন, “মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন, আমার উম্মতের সঙ্গে দুটি দলের যুদ্ধ হবে, যাদের মধ্যে এক দলকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে। এই যুদ্ধের একটি অংশ হবে হিন্দুস্থানের সাথে এবং সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ।”
তিনি আরও বলেন, “আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা এবং আলেমদের ওপর জঙ্গি-সন্ত্রাসী ট্যাগ দেয়া উচিত নয়, কারণ আলেমবিহীন রাষ্ট্র মানে ইসলামবিহীন রাষ্ট্র। আলেমদের সন্ত্রাসী ট্যাগ দেয়া হলো ভারতের ষড়যন্ত্র এবং আমেরিকার ষড়যন্ত্র।”
সর্বশেষ, তিনি যোগ করেন, “বিপ্লব অর্জন করা থেকে তাকে ধরে রাখা বেশি কঠিন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”