জাতীয়প্রধান খবর

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাকে বদল

পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক বদলে যাচ্ছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হতে পারে আজই।

সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পরিবর্তিত পোশাক চূড়ান্ত করার কথা রয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে। সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে বলে সূত্র জানিয়েছে।

হাসিনার সরকার পতনের পর সাতদিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর বাহিনীটিকে সচল করতে অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।

এই বিভাগের অন্য খবর

Back to top button