জাতীয়
ডিসি পদে ফের রদবদল

দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) পদে ফের রদবদলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আগামী মার্চের মধ্যে এই পদে নতুন রদবদল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
একই সাথে নতুন ফিটলিস্ট তৈরিতে ইউএনও ও এডিসি পদের কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারেন সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৬৪টি জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়। কিন্তু সেখানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে জায়গা পান বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় নতুন করে ডিসি নিয়োগের ফিটলিস্ট তৈরি হচ্ছে।