খেলাধুলাবগুড়া জেলা

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন


বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের এ কমিটির অনুমোদন দেয়া হয়।

পরিষদের সচিব( যুগ্মসচিব) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটিতে একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোছাদ্দেক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া অনুরাগী হাছান আলী আলাল, আম্পায়ার খালেদ মাহমুদ রুবেল, ছাত্র প্রতিনিধি হাসান মোল্লা এবং ক্রীড়া সাংবাদিক গোলাম মোস্তফা মোঘল।

এই বিভাগের অন্য খবর

Back to top button