খেলাধুলাবগুড়া জেলা
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের এ কমিটির অনুমোদন দেয়া হয়।
পরিষদের সচিব( যুগ্মসচিব) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটিতে একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিব এবং বাকি পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোছাদ্দেক হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে ক্রীড়া অনুরাগী হাছান আলী আলাল, আম্পায়ার খালেদ মাহমুদ রুবেল, ছাত্র প্রতিনিধি হাসান মোল্লা এবং ক্রীড়া সাংবাদিক গোলাম মোস্তফা মোঘল।