শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দিতে বললেন শিবসেনা এমপি সঞ্জয়

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত।
সোমবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতি ক্ষোভ ঝেড়ে এই দাবি জানান তিনি।
ভারতের বার্তা সংস্থা এএনআইর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে শুধু শেখ হাসিনা নন, সব বাংলাদেশিকেই ভারতছাড়া করার দাবি জানিয়েছেন সঞ্জয়।
সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী যুবককে বাংলাদেশি বলে দাবি করে মুম্বাই পুলিশ। তারই জেরে সব বাংলাদেশিকে ভারত থেকে বের করার দাবি জানালেন শিবসেনার ওই এমপি।
তিনি বলেন, ‘ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে।’
তিনি বলেন, ‘একজন অভিনেতার ওপর হামলা হয়েছে। জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন, তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত।’
সঞ্জয় আরও বলেন, ‘শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ, মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই, তখনই বিজেপি আমাদের থামিয়ে দেয়। এ ক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে।’
সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানকে তার বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মুম্বাই পুলিশের দাবি, শরিফুলের বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে।