সারিয়াকান্দি উপজেলা

প্রথম কাজ নদী ভাঙন রোধ করা: সারিয়াকান্দিতে জেলা প্রশাসক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও দপ্তরের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা ।


মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ, সারিয়াকান্দি থানা, সারিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, সদর কমিউনিটি ক্লিনিক, কালিতলা ঘাটসহ সারাদিন ব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান , পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


কালিতলা ঘাট পরিদর্শনের সময় বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা বলেন, যেহেতু সারিয়াকান্দি উপজেলা নদী ভাঙ্গন কবলিত এলাকায় তাই ফাস্ট কাজ হবে নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায়। এখানে এসে প্রথমে উদ্যোগ নিয়েছি এখানে একটি নৌ বন্দর স্থাপনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি। নৌ বন্দর যখন স্থাপিত হবে নদী প্রতিনিয়তই ড্রেজিংএর মধ্যে থাকবে। তখন নদী আর ভাঙবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button