কে হচ্ছে টিকটকের মালিক?
টিকটকের মালিকানা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। এবার জনপ্রিয় ইউটিউব ও টিকটক তারকা মি. বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন, টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তার সঙ্গে রয়েছেন আরও কিছু বিনিয়োগকারী।
সম্প্রতি মি. বিস্ট সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, “আচ্ছা, ঠিক আছে। টিকটক যাতে নিষিদ্ধ না হয়, সেটা নিশ্চিত করতে আমি এই প্ল্যাটফর্ম কিনে নেব।” প্রথমে বিষয়টি ঠাট্টা বলে মনে হলেও, পরবর্তীতে তার আইনজীবী নিশ্চিত করেন, টিকটক কেনার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ৭৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে চীনের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে টিকটকের মালিকানা ছেড়ে দিতে হবে।
এদিকে, টিকটক কেনার জন্য ইলন মাস্কের অংশগ্রহণ নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, বেইজিং ইলন মাস্কের কাছে টিকটকের একটি অংশ বিক্রি করার জন্য গোপন বৈঠক করছে।
টিকটক কেনার বিষয়ে ইতোমধ্যেই একাধিক প্রস্তাব জমা পড়েছে। তবে কে এই প্ল্যাটফর্মের নতুন মালিক হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে বিশ্ব।