খেলাধুলাফুটবল

বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল, শঙ্কায় সিটি

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল। এদের মধ্যে লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলো খেলা। মঙ্গলবার পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল লিভারপুল-বার্সেলোনাসহ ১১ দলের। কাল রাতে অন্তত প্লে-অফ পর্ব খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদসহ আরও সাতটি দল।

অন্য দিকে বিপদে পড়ে গেছে ম্যানচেস্টার সিটি। পিএসজির কাছে হেরে সেরা ২৪-এর বাইরে চলে গেছে পেপ গার্দিওলার দল। সিটিকে হারালেও এখনো প্লে-অফ নিশ্চিত হয়নি পিএসজির।

এই বিভাগের অন্য খবর

Back to top button