প্রধান খবরবিএনপিরাজনীতি
আজ ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসার পর আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ছেলে তারেক রহমানের বাসায় নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় রাত ৯টায় তারেক রহমানের বাসায় নেয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।