কৃষককে তুলে নেয়ার প্রতিবাদে ভারতীয় একজনকে ধরে আনে বাংলাদেশিরা
দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ক্ষীপ্ত হয় সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ। পরে শূন্যরেখা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে সীমান্তবর্তী বাংলাদেশিরা।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে হস্তান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবি।
এর আগে আলামিন নামে এক বাংলাদেশি কৃষককে তুলে নেয় বিএসএফ। সে ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।
এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশি যুবক আল আমিনকে আটক করে বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে সীমান্তে বসবাসকারী বাংলাদেশিরা শূন্য রেখায় অবস্থান করা ভারতীয় কৃষক নারায়ন চন্দ্র রায়কে ধরে আনে। পরে তাকে ৪২ বিজিবি’র এনায়েতপুর বিওপিতে সোপর্দ করে। আটক নারায়ন চন্দ্র রায়ের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামে। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ৩২৩ নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষই তাদের নাগরিকদের হস্তান্তর করে।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে দিনাজপুর ৪২ জিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার নেতৃত্ব দেন।