সারাদেশ
ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে হামলা, পুলিশসহ আহত ৭
রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে তার সহযোগীরা।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনারসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
পুলিশ গণমাধ্যমকে জানায়, আসামিকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় নেওয়ার সময় পুলিশের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন। তারা আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। তাদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে হামলাকারীদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে আলাদা একটি মামলা করা হয়।