প্রধান খবরসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলার তেলকুপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাবিল (৩০) শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, রাত সাড়ে তিনটার দিকে ৬-৭ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় গুলির শব্দ শোনা যায়। তবে বিজিবি এখনও নিশ্চিত হয়নি যে কেউ আহত হয়েছে কিনা।

আহত হাবিলের ভাবী সাংবাদিকদের জানান, অবৈধভাবে প্রবেশ নয়, সীমান্তে কৃষিকাজ করার সময় হাবিলকে গুলি করে বিএসএফ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ গণমাধ্যমকে জানান, হাবিলের বুকের এক অংশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button