নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর
নন্দীগ্রামে মহাসড়কে ককটেল বিস্ফোরণ
বগুড়ার নন্দীগ্রামের বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের ওই স্থানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাত সাড়ে ১০ টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় লোকসামাগম একেবারেই কম ছিল। এসময় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে মহাসড়কে পরপর দু’টি ককটেল নিক্ষেপ করা হয়। একটি ককটেল বিস্ফোরণ ঘটলেও অপরটি অবিস্ফোরিত থাকে। খবর পেয়ে পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।
ওসি আরো জানান, ককটেল বিস্ফোরণের সাথে জড়িতদের সনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।