মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়-সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়-সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে নীলক্ষেত এলাকা। এমতাবস্থায় এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১২ টার দিকে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ক্ষুদেবার্তায় বলা হয়, নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এমতাবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এবং ঢাবি শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।