প্রধান খবরবগুড়া জেলা

বগুড়া-৩ আসনের বিএনপির দুইবারের সাবেক এমপি খোকা আর নেই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা (৭৬) মারা গেছেন।

তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।

মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বার এমপি ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button