আন্তর্জাতিক খবর

ভারতে কুম্ভমেলায় ভয়াবহ পদদলনের ঘটনার ৪০ জনের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।পদদলনের ঘটনার পর নিকটবর্তী হাসপাতালের মর্গে প্রায় ৪০টি মরদেহ নিয়ে আসা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর নিকটবর্তী হাসপাতালে অনেক মরদেহ আনা হয়েছে। তবে সরকারিভাবে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।

শ্বেতা ত্রিপাঠী নামের এক তীর্থযাত্রী বলেন, আমরা মানুষকে পড়ে যেতে দেখেছি। চারদিকে কাপড়, ব্যাগ এবং নিথর দেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ভাগ্যক্রমে আমাদের দল নিরাপদ ছিল, তবে আমি আর কখনো কুম্ভমেলায় আসব না।প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের মরদেহ খুঁজতে ব্যাকুল হয়ে পড়েন। শিশু ও আত্মীয়দের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

প্রতি ১২ বছর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়, যেখানে কোটি কোটি তীর্থযাত্রী গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মোহনায় পূণ্যস্নান করতে আসেন। আয়োজকদের মতে, এবারের মেলায় প্রায় ৪০ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল।

হাজার বছরের পুরোনো এই ধর্মীয় আয়োজনের মূল আকর্ষণ হলো পবিত্র নদীতে স্নান, যা হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পাপ মোচনের পথ। হিন্দু সন্ন্যাসীসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষ এখানে সমবেত হন।

বেসরকারি সূত্রে জানা গেছে, হতাহতের সংখ্যা নিয়ে সরকার যথাযথ তথ্য প্রকাশ করছে না। এমনকি বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button