বগুড়ায় বৈষম্যবিরোধী ছা্ত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি

বগুড়ায় জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ছয় মাসের মেয়াদের এই কমিটির অনুমোদন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের প্যাডে অনুমোদিত বগুড়া জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে মাহমুদ হাসানকে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। সদস্য সচিব হয়েছে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী সাকিব খান।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ২৬ জনকে। এ ছাড়া আরও ২৬ জনকে যুগ্ম সদস্য সচিব পদ দেয়া হয়েছে। মূখ্য সংগঠক সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী আজিম উদ্দিন এবং আজিজুল হক কলেজের শিক্ষার্থী মো. আইয়ুবকে মূখপাত্র করা হয়েছে। এ ছাড়া সংগঠক ও সদস্য হিসেবে অনেকে স্থান পেয়েছেন এই কমিটি।
তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়ার ফেসবুক পেজে কমিটির নাম দেখে অনেকে বিরূপ মন্তব্য করছেন। কেউ কেউ সমালোচনা করে বলছেন, আন্দোলন করল একদল, কমিটিতে নাম আরেক দলের।
আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদস্য সচিব পদ পাওয়া সাকিব খান।
তিনি জানান, ৩০১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এখানে পর্যায়ক্রমে আরও অনেকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হবেন।