বিএনপিরাজনীতিসারাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কুমিল্লায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নেতার নাম সেলিম ভূঁইয়া (৪৫) উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়ার সমর্থক।

জানা গেছে, শনিবার বিকেলে বাঙ্গড্ডা বাজারে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেখান দিয়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিত একটি গাড়িবহর অতিক্রম করার সময় ২ পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সেলিম ভূঁইয়া নিহত হন।

এ ছাড়া বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, বিএনপির দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মৃতদেহ হাসপাতালে আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button