ছাত্র আন্দোলনপ্রধান খবরবগুড়া জেলা

৪৮ ঘণ্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া কমিটি বাতিলের দাবি শিক্ষার্থীদের


বিতর্কিতদের রাখায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া কমিটি ৪৮ ঘণ্টার মধ্যে বিলুপ্তির দাবি জানিয়েছেন জুলাই আগস্ট বিপ্লবে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।


শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জিলা স্কুল মাঠে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান তারা।


সংবাদ সম্মেলনের শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্টে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা জীবন বাজি রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদেরকে বাদ দিয়ে চাঁদাবাজ এবং চিহ্নিত রাজনৈতিক নেতা ও বিতর্কিতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া কমিটিতে রাখা হয়েছে। অথচ শত শত বুলেট শরীরে নিয়ে বেঁচে থাকা আহত অনেক আন্দোলনকারীকে এই কমিটিতে রাখা হয়নি। এর মধ্য দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে ও শিক্ষার্থীরা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার মধ্যে বগুড়া কমিটি বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button