সারাদেশ

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ২ যুবককে গুলি করে হত্যা

ইতালি নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালালচক্র।

শুক্রবার (৩১ জানুয়ারি) দালালচক্রটি নিহতদের পরিবারের হোয়াটসঅ্যাপে তাদের মরদেহের ছবি পাঠিয়েছে।

নিহতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার।

নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার গণমাধ্যমকে বলেন, দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে।

নিহত হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, কয়েকদিন ধরে আমার ভাই হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের মরদেহের ছবি পাঠিয়েছেন। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে মেরে ফেলেছে।

এ বিষয়ে পুলিশ জানায়, ভাঙ্গার দুই যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তাদের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে দালালচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button