প্রধান খবররাজনীতি

খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রবিবার বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩১ জানুয়ারি খালেদা জিয়াকে এই চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, ‘আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে ব্যথিত হয়েছি এবং আপনার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য আমার শুভেচ্ছা জানাতে চাই।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে আপনি (খালেদা জিয়া) এক বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অটুট নিবেদন অনেকের জন্য অনুপ্রেরণা। আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আমাদের চিন্তাভাবনা আপনার, আপনার পরিবার এবং আপনার সমর্থকদের সঙ্গে রয়েছে। মহান আল্লাহ আপনাকে সকল অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button