জাতীয়

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন উপদেষ্টা নাহিদ

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর সে পর্যন্ত রাজধানীর এই কলেজটির শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার কলেজটির শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করেছেন। এছাড়া সকাল থেকে কলেজ শাটডাউন ঘোষণা করায় সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘ইতিবাচক সমাধানের লক্ষ্যে প্রক্রিয়া চলমান। আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।’

জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, ‘জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button