প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ট্রাক চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত


বগুড়ার সদরে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় রেহানা বেগম নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মোটরসাইকেল চালক সবুজ সরকার গুরুতর আহত হন।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে সদরের নওদাপাড়া এলাকার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

রেহেনা বেগম দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। তার স্বামী সবুজ টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ তার স্ত্রী রেহেনাসহ মহাস্থান এলাকার এক আত্মীয়ের লাশ দাফনের উদ্দেশ্যে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ট্রাকের নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলে রেহানা মারা যান। পরে স্থানীয়রা সবুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান৷ এবং গুরুতর আহত হন সবুজ সরকার।
এ ঘটনায় ট্রাক চালক ও ট্রাক আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা৷

এই বিভাগের অন্য খবর

Back to top button