বিনোদন

শালীন পোশাক ছাড়া হাতকাটা পোশাকেও সিনেমা করবেন না সাই পল্লবী

পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমাগুলো বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ‘অর্জুন রেড্ডি’, যেখানে বিজয় দেবেরাকোন্ডা ও শালিনী পাণ্ডে অভিনয় করেছিলেন। বিজয়ের বিপরীতে শালিনী পাণ্ডে অভিনয় করলেও, পরিচালক প্রথমে এই চরিত্রের জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন।

‘অর্জুন রেড্ডি’ সিনেমার প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে সন্দীপ রেড্ডি বঙ্গা সাই পল্লবীকে নিয়ে কথা বলেন। তিনি জানান, প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় নায়িকার চরিত্রে সাই পল্লবীকে ভেবেছিলেন তিনি। তবে কেরেলার এক ব্যক্তি সন্দীপকে জানান, সাই পল্লবী এই ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না। সেই ব্যক্তি বলেন, “স্যর, এই ছবিতে সাই পল্লবীকে নেওয়ার কথা ভুলে যান। মেয়েটি হাতকাটা জামা পরতেও প্রস্তুত নয়। তাই আপনি ওর কথা ভুলে যান।”

সন্দীপের এই কথা শুনে সাই পল্লবী হাসতে থাকেন। পরিচালক তখন বলেন, নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে অনেক অভিনেত্রী নিজেকে পরিবর্তন করেন, কিন্তু সাই পল্লবী একেবারেই নিজেকে বদলাননি, যা দেখে তিনি খুবই খুশি। সন্দীপের পরবর্তী সিনেমা ‘থান্ডেল’-এ নাগা চৈতন্য ও সাই পল্লবী অভিনয় করছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button