নিখোঁজ সুবাকে উদ্ধার: হেসে বলল ‘ভালো আছি, সুস্থ আছি’
![](https://boguralive.com/wp-content/uploads/2025/02/image-41792-1738662844-scaled.jpg)
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর কৌশল করে তাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর এক ভিডিও বার্তায় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। সুবা হেসে বলেছে, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুবাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৩টায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। পরিবারের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওসি জানান, মোমিন নামে এক তরুণের (২১) সঙ্গে নওগাঁ জেলায় আছে সুবা। দুজনেই নিরাপদে আছে।
নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে রয়েছেন তরুণের বাবা মোস্তফা। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কিনা এ বিষয়ে কিছুই বলেনি। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না।
পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। রবিবার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।’
মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। তবে সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। সূত্র: ডেইলি ক্যাম্পাস