জাতীয়প্রধান খবর

ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্বে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ে নেজামের ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টায় সুজাবত আলী সরকার (৭৫) ও রাত ২টায় মো. সামসুল আলম (৬০) ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন।

সুজাবত আলী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গফুর আলী সরকারের ছেলে এবং সামসুল আলম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী এলাকার বাসিন্দা।

বাদ ফজর ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন এবং দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরণ করেছেন।

সব মিলিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button