জাতীয়প্রধান খবর

পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার


ওসড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে দেয়া অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ((বাপেওএ) রাজশাহী বিভাগ।

বুধবার বিকেল চারটার দিকে মিটিং বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সাথে মিটিং শেষে প্রত্যাহারের ঘোষণা দেন বাপেওএ এর রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। এ সময় বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানসহ উর্দ্ধতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়। জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ওই বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button